স্বপ্ন ছিল বলিউড কিন্তু আজও টলিউডের সুপারস্টার হয়েই রয়ে গেলেন জিৎ

জিৎ

বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিৎ । দুই দশকেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। কখনো রোম্যান্টিক চরিত্রে, কখনো আকশন চরিত্রে দর্শকের মনে ঝড় তুলেছেন। তার অভিনীত প্রচুর সিনেমা বক্স অফিসের রেকর্ড ভেঙ্গে দিয়েছে।

জিৎ

ছোট থেকে অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল। ছোট থেকে বড় বড় তারকাদের অভিনয় নকল করতেন। তবে জিৎ (জিতেন্দ্র মাদনানী) কখনো টলিউডের স্টার হতে চাননি বরং দক্ষিণ কলকাতার এই ছেলেটির স্বপ্ন ছিল বলিউডের স্টার হওয়ার। জিৎ

অভিনয় প্রতি আগ্রহ থেকে প্রশিক্ষণ নেন। তারপর নবাব গেঞ্জির বিজ্ঞাপন অফার পান সেখান থেকে মডেলিং এর সুযোগ। এরপর  বিষবৃক্ষ ও জন্মভূমি নামের দুটি সিরিয়ালে অভিনয়ের সুযোগ আসে। ১৯৯৫ সালে নিজের স্বপ্ন পূরণের জন্য বলিউডে পাড়ি দেন এই ছেলেটি। তবে অডিশনে ব্যর্থ হয়ে ফিরে আসেন।

জিৎ

চান্দু নামের দক্ষিণী ছবিতে অভিনয়ও করেন জিৎ। যদিও ছবিটি ফ্লপ হয়। এরপর বদলে যায় ভাগ্য। কলকাতায় ফিরেই পরিচালক  হরনাথ চক্রবর্তীর সাথী ছবিতে সুযোগ পান।

জিৎ

2001 সালে সাথী ছবিতে অভিনয় করেছিলেন জিৎ। তার অভিনয় ক্যারিয়ারের মোড় বদলে দেয়। জিৎ হয়ে ওঠে টলিউডের এক নম্বর সুপারস্টার। “সাথী” ছবি গান ও বন্ধু তুমি শুনতে কি পাও গান টা আজও বাঙালির হৃদয়ে। তারপর থেকে আজও একের পর এক ছবি উপহার দিয়ে আসছেন ভক্তদের। আজ এপার বাংলা থেকে ওপার বাংলা মহিলাদের মনের মানুষ তিনি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here