এই মুহূর্তে টেলিভিশনে অন্যতম জনপ্রিয় মুখ হল ‘মেয়েবেলা’ অর্পণ ঘোষাল। এখন মহিলা ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। এই প্রথম ধারাবাহিকে অভিনয়। এর আগে ওয়েব সিরিজে কাজ করলেও সেভাবে জনপ্রিয়তা হননি। তবে ‘মেয়েবেলা’ ধারাবাহিকের হাত ধরে তিনি সকলের প্রিয় ডোডো’দা হয়ে উঠেছেন।
তাকে নিয়ে যে উন্মাদনা তা, বড়পর্দার নায়কদের পিছনে ফেলে দিচ্ছে। যদিও এই জনপ্রিয়তা খুব নরমাল চোখেই দেখেছেন অর্পণ। আসলে অর্পণ মাটি ছুঁয়ে থাকতে চায়, আচকাই জনপ্রিয়তা এলে তার মধ্যে বিন্দুমাত্র তারকা–খচিত ব্যাপারটা যাতে তার মধ্যে চলে না আসে, তাই অভিনেতা সবসময় স্বাভাবিক থাকেন।
এক সাক্ষাৎকারে ডোডো ওরফে অর্পণ জানান, “২০১৯-এ বাবা মারা যাওয়ার পর আমার জীবনে লড়াই শুরু হয়। কিন্তু পরে আশেপাশের মানুষের লড়াই দেখে নিজের লড়াইটা ছোট মনে হয়। জীবনে খারাপ সময়টা পেরিয়ে এসেছি কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে আমায়”।
অর্পণ আরও জানান, “সোশ্যাল মিডিয়ায় আচমকাই রাতারাতি মানুষ জনপ্রিয় হয়ে ওঠে। একদিন দেখি আমার একটা ছবি ১০০০ জন শেয়ার করেছে। কিন্তু এরকম জনপ্রিয়তার সাথে খারাপ ও ভালো অভিনেতা হওয়ার সম্পর্ক নেই, তা বোঝার জন্য আমার পরিণত মন আছে। জনপ্রিয়তা আজ আছে, কাল নেই। তাই এই জিনিসগুলো নরমাল ভাবে দেখি। আর যেদিন শুধুমাত্র নিজের অভিনয়ের জন্য জনপ্রিয় হবে, সেদিন আমি নিজের লক্ষ্যে পৌঁছাবো”।