বাদাম কাকুর ক্রেজ আজও কমেনি এতটুকু। তাইতো এবার দুর্গাপুজোর থিম ‘কাঁচা বাদাম’। ভাবা যায়? হ্যাঁ, ‘কাঁচা বাদাম’ ট্রেন্ডের যুগে এমনই উদ্যোগ নিয়েছেন পুজো কমেটিগুলো। খবরটি ভুবন বাদ্যকরের জন্য সত্যিই গর্বের খবর।
রাতারাতি ভাইরাল হওয়ার ভুবন বাদ্যকরের গান ‘কাঁচা বাদাম’ নিয়ে কম মাতামাতি হয়নি। তাই কলকাতার কোনও প্যান্ডেলে এই গান বেজে উঠলে অবাক হওয়ার কিছু নেই। এর আগেও কুমোরটুলিতে এক মৃৎশিল্পী ভুবন বাদ্যকরের মূর্তি পর্যন্ত তৈরি করে ফেলেছেন।
এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও ট্রেন্ডে মেতে উঠল ‘কাঁচা বাদাম’-এর ট্রেন্ড। শোনা যাচ্ছে, মালদা জেলার আরতি সঙ্ঘের পুজোতে এবারের থিম ‘কাঁচা বাদাম’। প্রতিমা থেকে শুরু করে মণ্ডপের কারুকার্য তৈরি হবে বাদামের খোলা দিয়ে। এছাড়াও ওই জেলার বিশ্বনাথ মোড়ের পুজোতেও শোনা যাচ্ছে একই থিম হবে।