বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা ডুবতে বসেছে, ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুললেন অপরাজিতা আঢ্য

অভিনেত্রী অপরাজিতা আঢ্য

বাঙালি বিয়ে হোক কিংবা শুভ অনুষ্ঠান, সোনা পরার চল আজও অব্যাহত। এমনকি ধনত্রোয়দশী, চলতি ভাষায় যাকে ধনতেরস বলি, এই উপলক্ষেও সোনা কেনার চল রয়েছে। তবে বর্তমানে সোনার বাজার দর যে হারে উর্দ্ধমুখী সেক্ষেত্রে সোনা কেনা, মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে তারকাদেরও নাকি নাগালের বাইরে চলে যাচ্ছে।

এবার সোনা কেনা নিয়েই ব্যক্তিগত মত প্রকাশ করলেন ছোটপর্দার লক্ষ্মী কাকিমা ওরফে অভিনেত্রী অপরাজিতা আঢ্য। যদিও গয়নার প্রতি তার ভালোবাসা তা কিন্তু সবাই জানে। এছাড়াও যেকোন উৎসবে পার্বনে সাবেকী সাজের সঙ্গে সোনার গয়না পরেই অভিনেত্রীকে দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু জানেন কি ধনতেরসে এখন আর সোনা কেনার পক্ষপাতী নন অভিনেত্রী।

সম্প্রতি কোন এক সংবাদমাধ্যমের তরফে ধনতেরাসে গয়না কেনার বিষয়ে অপরাজিতা আঢ্যকে জিজ্ঞাসা করা হলে সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘একটা সময় কিনেছি, এখন আর কিনি না। একে তো দাম, দ্বিতীয়, যে ইন্ডাস্ট্রিতে কাজ করি একটু একটু করে জাহাজ ডোবার মতো ডুবছে এবং প্রতিবন্ধকতা বাড়ছে। বর্তমানে যা পরিস্থিতি এগুলোকে প্রথা নয় প্রহসন বলে মনে হয়।’

অভিনেত্রীর কথায় বেশ স্পষ্ট যে, সোনা কিনে টাকা অপচয় করার থেকে সেই টাকা সঞ্চয় করে রাখতেই চান অভিনেত্রী। তবে এক্ষেত্রে শুধু সোনার দামই নয়, ইন্ডাস্ট্রিতে কাজের যে অবস্থা সেক্ষেত্রে সোনা কেনার মত বিলাসিতা থেকে নিজেকে দুরেই রাখতে চান অভিনেত্রী।