ডোনা গাঙ্গুলীর নাচে মুগ্ধ হল লন্ডন শহর

ডোনা গাঙ্গুলী

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী-র স্ত্রী ডোনা গাঙ্গুলী যে একজন নামী নৃত্যশিল্পী তা সকলের জানা। তার নাচের প্রশংসা বরাবরই হয়ে এসেছে। কলকাতায় ডোনা প্রতিষ্ঠিত ‘দীক্ষামঞ্জরী’-র মূল বিদ্যালয়টি রয়েছে। তবে এবার বিদেশের মাটিতে ভারতীয় নৃত্যের প্রশংসা করালেন সৌরভ-পত্নী।

সম্প্রতি ডোনা গাঙ্গুলীর নাচে মুগ্ধ হল লন্ডন শহর। চলতি বছরে লন্ডনের প্রবাসী বাঙালিদের আয়োজিত দুর্গোৎসবে আমন্ত্রিত ছিলেন ডোনা। প্রবাসী ভারতীয়দের গ্রুপের নাম ‘বিলিতি বাঙালি’। প্রতি বছর তারা দুর্গাপুজোর আয়োজন করে।

 

View this post on Instagram

 

A post shared by Dona Ganguly (@dona_ganguly_39)

এই দুর্গোৎসবকে ঘিরে চারদিন উৎসবে মেতে উঠেছিলেন লন্ডনবাসী বাঙালিরা। শুধু বাঙালি বললে ভুল একাধিক বিদেশীরাও থাকেন। বাঙালি খাওয়া-দাওয়া, হইহুল্লোড়, আড্ডায় মেতে থাকেন তারা। আর সেখানেই ‘দীক্ষা মঞ্জরী’র ছাত্রীদের সঙ্গে নৃত্য পরিবেশন করেন  ডোনা গাঙ্গুলী। তার শাস্ত্রীয় নৃত্যে মুগ্ধ হয়ে দেখলেন লন্ডনের অধিবাসীরা। নাচের শেষে প্রশংসাও কুড়োলেন সৌরভ পত্নী।

 

View this post on Instagram

 

A post shared by Dona Ganguly (@dona_ganguly_39)

একটা সময় ছিল যখন ডোনা বিশ্বাস করতেন না, অনলাইনে নাচ শেখানো যায়। কিন্তু অতিমারি  তার সেই ভুল ধারনা ভেঙ্গে দিয়েছে।  লকডাউনের ফলে তিনি অনলাইনে নাচ শিখিয়েছেন। তা সত্ত্বেও তাঁর ছাত্রীদের নিখুঁত নাচ দেখে ডোনা অবাক।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here