চিনতে পারছেন এই ছোট্ট খুদেকে? ছবিতে থাকা খুদে বর্তমানে বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক

রণজয় বিষ্ণু

ছেলেবেলার দুই ছবি, প্রথমটায় বছর তিনেক। বোনের সাথে পরের ছবিতে বয়সে আরেকটু বড়। এই একরত্তি খুদে এখন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক। চিনতে পারছেন খুদেকে? সিরিয়ালেই শুধু নয়, সিনেমাতেও সামনতালে কাজ করে দর্শকের মন ছুয়েছেন এই অভিনেতা।

আসলে এই খুদের ব্য়ক্তিগত জীবন বরাবরই থেকেছে আলোচনায়। টলিপাড়ার একাধিক নায়িকার সঙ্গে একটা সময় প্রেমের সম্পর্ক ছিল অভিনেতার। এই কারণেই তো তিনি ‘লেডিজম্যান’। সম্প্রতি নাকি অভিনেতার বিয়ে নিয়ে জোরদার আলোচনা চলছে টলিপাড়ায়।

এবার নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, কে ইনি? ছবিতে থাকা খুদে হলেন অভিনেতা রণজয় বিষ্ণু। সম্প্রতি বোনের জন্মদিন উপলক্ষ্যে দুজনের ছোটবেলার বেশকিছু ছবি শেয়ার করে নেন রণজয়।

বোনের জন্মদিনে তার পাশে থাকতে না পারলেও আদরের বোন রিকুর জন্য ফেসবুকে মনের কথা জানালেন রণজয়।

রণজয় বিষ্ণু

রণজয় লেখেন, ‘এই পৃথিবীতে খুব কম সম্পর্ক হয় যেগুলো সত্যিই কোথাও একটা গিয়ে , সমস্ত দেনা পাওনা চাহিদা , পাওয়া না পাওয়া অভিযোগ অশান্তির ঊর্ধ্বে।। আমার বোনের ,আমার প্রতি অধিকার, আমার প্রতি ওর ভালোবাসা , সম্মান শিক্ষণীয় এবং ঈর্ষণীয় বটে।’

‘আমার খুব সৌভাগ্য সেরকম একটা মানুষকে আমি বোন হিসেবে পেয়েছি। আমার চোখে দেখা কিছু অসম্ভব সৎ ভালো নিষ্ঠাবান মানুষ এর মধ্যে সবচেয়ে উপরের তালিকায় তোকে সব সময় রাখি।’

 

View this post on Instagram

 

A post shared by Ranojoy Bishhnu (@rano_joy22)