‘কিঙ্কর চরিত্রটি আমার কাছে খুবই দুর্বধ্য’,…নিজের চরিত্রে নিয়ে মুখ খুললেন অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী

অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী

বাংলা সিরিয়ালের একজন অতি পরিচিত মুখ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। একাধিক বাংলা ধারাবাহিকে দর্শক তাকে অভিনয় করতে দেখেছেন বিভিন্ন চরিত্রে। তবে তার অভিনীত “কিঙ্কর’ চরিত্রটি যেন সবকিছুকে ছাপিয়ে গেছে।

বর্তমানে জি-বাংলার এক বহু চর্চিত মেগা ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। এই মেগায় নায়ক জিতু তথা আর্য’র বন্ধু কিঙ্কর চরিত্রে অভিনয় করে অভ্রজিৎ প্রতিনিয়ত দারুণ প্রশংসা কুড়োচ্ছেন দর্শকমহল থেকে।ধারাবাহিকে শুধু নায়ক নায়িকা আর্য আর অপুর জুটিতে দর্শক মজে তেমনটা নয়, বরং বলা যেতে পারে রাম-লক্ষণের জুটি অর্থাৎ আর্য আর কিঙ্কর কিন্তু কোনও অংশে কম নয়।

কিঙ্কর চরিত্রটি দিনে দিনে আলাদা শেড দেখা যাচ্ছে যা ভীষণ উপভোগ করছেন সিরিয়ালপ্রেমীরা। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের চরিত্রটি নিয়ে লম্বা পোস্ট করলেন অভ্রজিৎ।

কিঙ্করের একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, “চরিত্র বিশ্লেষণ এ কিঙ্কর চরিত্র টি আমার কাছে খুবই দুর্বধ্য। অদম্য ব্যক্তিত্ব, ক্ষুরধার বুদ্ধি, রাজনীতি এবং প্রতিরক্ষার প্রতিটি বিষয়ে পারদর্শী, পড়াশোনা আছে, বিভিন্ন বিষয়ে প্রভূত জ্ঞান রয়েছে,আপাতদৃষ্টি তে রাজভক্ত, বন্ধু প্রীতি, এবং জীবন দেয়া নেয়ার ক্ষেত্রে দ্বিতীয়বার ভাবেনা, বহুবার আর্য কে বাঁচাতে ছুটে গেছে, ভেঙে পড়েছে, কিন্তু আবার এই লোকটি স্বার্থপর, কুটিল, এবং কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর, এই গল্পের শেষটা আমার জানা নেই, তেলেগু বা মারাঠি গল্প থেকে এটি কতটা সরে এসেছে , আপামর বাঙালি দর্শকদের কথা মনে রেখে সেটা সময় বলবে। আমার কাছে সব থেকে কঠিন এই চরিত্রে অভিনয় করা, যত দিন যাচ্ছে আরো কঠিন হচ্ছে কিঙ্করের সাথে তাল মিলিয়ে চলা, আপনাদের ভালোবাসা সেটা যে vabei পাচ্ছি, আশীর্বাদ করবেন যেন চরিত্রটির অভিনয়ের justice করতে পারি।”