কপাল পুড়ল ‘দিদি নম্বর ১’-এর! জনপ্রিয় রিয়্যালিটি শো নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের

দিদি নম্বর ১

জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ১’। বাংলার ঘরে ঘরে এই শো দেখার জন্য দর্শকেরা অপেক্ষা করে থাকেন। ‘দিদি নম্বর ১’ মানেই সেখানে তারকা থেকে সাধারণ মানুষের আড্ডা দিদি রচনার সঙ্গে। তারকাদের হাঁড়ির খবর জানান পারফেক্ট জায়গা হল এই রিয়্যালিটি শো।

তবে এবার বড়সড় ধামাকা হতে চলেছে এই রিয়্যালিটি শো-তে। ‘দিদি নম্বর ১’-এর সময় বদলে যাবে ১ ফেব্রুয়ারি থেকে। পুরনো সময়ের বদলে নতুন সময়ে দেখা যাবে এই শো। জানেন এবার থেকে কোন সময় দেখা যাবে ‘দিদি নম্বর ১’?

এই শো সোমবার থেকে শনিবার বিকেল সাড়ে ৪টে তে সম্প্রচারিত হয়। আর রবিবার সম্প্রচারিত হয় রাত ৮টায়। সম্প্রতি চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো আনা হয়েছে। সোম থেকে শনি যেমন বিকেল সাড়ে ৪টায় দেখা যেত এই শো তেমনই দেখা যাবে। এই সময়ের কোন পরিবর্তন হয়নি।

বদল এসেছে ‘দিদি নম্বর ওয়ান সানডে ধামাকা’র স্লটে। এই সানডে ধামাকা প্রতি রবিবার রাত ৮টা থেকে সম্প্রচারিত হয়। সানডে ধামাকার বিশেষত্ব হল দিদি নম্বর ওয়ানের এই রবিবার স্পেশাল এপিসোডগুলিতে মূলত তারকাদেরই দেখা যায়।

নতুন প্রোমোতেই রচনা খোলসা করলেন, ‘এবার দিদি নম্বর ওয়ানে হবে ধামাকা। ১ ফেব্রুয়ারি থেকে, প্রতি রবিবার বিকেল সাড়ে ৪টে থেকে হবে সানডে ধামাকা।’

Previous article100 টি সেরা ভ্রমণ নিয়ে উক্তি যা জীবনে অনুপ্রেরণা যোগাবে
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।