মৃত্যুর শেষ দিন পর্যন্ত দাপিয়ে কাজ করেছেন, ‘বাঞ্ছারামের বাগান’ খ্যাত অভিনেতা রমেন রায় চৌধুরী’র মৃত্যুর কারণ আজও অনেকের অজানা

অভিনেতা রমেন রায় চৌধুরী

অভিনয় জগতে যেমন নায়ক-নায়িকাদের দর্শক প্রাধান্য দেন ঠিক তেমনি পার্শ্বচরিত্রের অভিনেতাদের তাদের অভিনয় দক্ষতার জন্য মনে রাখেন। একসময় চুটিয়ে কাজ করার পর তাদের পর্দায় না দেখা গেলেও দর্শকের হৃদয়ে তারা থেকে যান আজীবন। তাদের মধ্যেই একজন হলেন অভিনেতা রমেন রায় চৌধুরী।

একসময় খলনায়কের চরিত্রে ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়িয়েছেন। নাটক থেকে তিনি নিজের ক্যারিয়ার যাত্রা শুরু হয়েছিল পরবর্তীকালে একাধিক সিনেমা সিরিয়ালে অভিনয় করেছেন। বলাই বাহুল্য, টলিউডের রত্ন ছিলেন তিনি।

একসময় দর্শকমহলে তার চর্চা হলেও অভিনেতার মৃত্যু কীভাবে হয়েছে তা অনেকেই জানেন না। পরিচালক তপন সিনহার হাত অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। ‘বাঞ্ছারামের বাগান’, বদনাম’, ‘জোয়ার ভাটা’, ‘শ্বেত পাথরের থালা’, লাঠির মতো আরও একাধিক প্রোজেক্ট।

শেষ জীবনে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা রমেন রায় চৌধুরী। অসুস্থতার মধ্যেও কাজ করে গেছেন। ক্যান্সারের পাশাপাশি কিডনির সমস্যায় ভুগেছিলেন। দীর্ঘদিন ধরে রোগের সাথে লড়াই করে অবশেষে ৭৫ বছর বয়সে ২০১৯ সালে মার্চ মাসে পরলোক গমন করেন।

সুত্রঃ https://tollygossip . com/entertainment-news/tollywood/tollywood-actor-roman-ray-choudharys-acting-career-and-personal-life-story-52240