ফের বন্ধ হল স্টার জলসা ও জি বাংলার সম্প্রচার! চিন্তায় দর্শকেরা

বাংলা ধারাবাহিকের টিআরপি

বাঙালির ঘরে ঘরে বিনোদনের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে জি-বাংলা ও স্টার জলসার চ্যানেলের একাধিক ধারাবাহিক। আট থেকে আশি, সকল সিরিয়াল প্রেমী দর্শকদের মধ্যেই চলে ধারাবাহিক নিয়ে চুলচেরা বিশ্লেষণ।

ইতিমধ্যেই স্টার জলসা আর জি বাংলার মধ্যে টিআরপি নিয়ে শুরু হয়েছে হাড্ডা হাড্ডি লড়াই। একে অপরকে টেক্কা দিতে দুই চ্যানেলে চলছে নতুন নতুন ধারাবাহিকের আনাগোনা। চলতি সপ্তাহতেই জি-বাংলাকে টেক্কা দিয়ে স্টার জলসার গীতা LLB, কথা, উড়ান, শুভ বিবাহ ধারাবাহিক জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। তবে জি বাংলার ফুলকি, নিম ফুলের মধু, জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের জনপ্রিয়তাও তুঙ্গে।

তবে জানা যাচ্ছে, আচমকাই বন্ধ হচ্ছে বন্ধ জলসা ও জি বাংলার সম্প্রচার। তবে কি সিরিয়ালপ্রেমী দর্শক দেখতে পারবে না কোন ধারাবাহিক? কি হবে তাহলে বাংলা ধারাবাহিকের ভবিষৎ?

সূত্রের খবর অনুযায়ী, আচমকা বাংলাদেশে বন্ধ ভারতীয় চ্যানেল গুলির সমস্ত সম্প্রচার। বাংলাদেশী ধারাবাহিকের দর্শকের ধারণা অনুযায়ী, বাংলা দেশের বর্তমান পরিস্থিতির সমস্যার জেরেই নাকি বন্ধ করা হয়েছে সমস্ত ভারতীয় চ্যানেল গুলো।

তবে বাংলাদেশী দর্শক দেখতে পারবে না এপার বাংলার কোন ধারাবাহিক? আশা করা যায় খুব শীগ্রই এই সমস্যার সমাধান হবে।