‘আমার জন্য দেবলীনার বিয়ে ভাঙা…’, দেবলীনার সঙ্গে সায়কের পরকীয়া নিয়ে মুখ খুললেন সায়ক

সায়ক

গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যা নিয়ে এখন একাধিক মত। পাইলট স্বামীর সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নেন গায়িকা। মেয়েটির পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে। বন্ধু সায়কও জানিয়েছেন এই বিয়েতে সুখী ছিলেন না দেবলীনা।

একপক্ষ যেমন দেবলীনাকে সাপোর্ট করছে তো আরেকপক্ষ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইয়ে দিয়েছেন। দেবলীনার দাম্পত্য জীবনে কলহের জন্য অনেকে আঙুল তুলেছেন সায়কের দিকে। এমনকি অনেকের মতে দেবলীনা আর সায়কের পরকীয়ার জন্যই বিয়েতে এই সমস্যা?

সব শুনে চুপ থাকলে এবার মুখ খুললেন সায়ক। লাইভে এসে অভিনেতা বলেন, “দেবলীনা আমার বন্ধু। যাঁরা রুচিসম্পন্ন, তাঁরা এই সম্পর্কটাকে সেভাবেই দেখবেন। অনেকে হয়তো মনে করেন, বন্ধু মানেই টুক করে একটু ‘করে’ আসি। অনেকের হয়তো বাড়িতে বর বা বউ থাকার পরও বন্ধুর সঙ্গে ছোকছোকানির সম্পর্ক। তবে আমি সেরকম নই। আমার ওরকম মেয়ে দেখলেই ছোকছোকানি হয় না। কোনও মাসিমা, বৌদি, কেউ বলতে পারবেন না আমি তাঁকে অশালীন কোনও মেসেজ করেছি রাতে। আমার দেবলীনার বিয়ে ভাঙার হলে আগেই ভাঙতাম। তা হলে ওর বিয়েতে গিয়ে আমি কেন নাচতাম?”

সায়ক আরও জানান, “অনেকে বলছেন পুরোটা নাকি নাটক ছিল। দেবলীনার নাটক করার দরকার পড়বে না। ও সেলফ-মেড। কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ থেকে ও জনপ্রিয়তা পায়নি।”