পাল্টে যাচ্ছে জি-বাংলার ‘দিদি নং ১’ শোয়ের খেলার ফরম্যাট। ‘দাদাগিরি’র আদলে কিছুটা গেম সাজানো হবে রচনা বন্দ্যোপাধ্যায়ের শোতে। এবার আর প্রতিযোগীর মধ্যে লড়াই নয়, লড়াই হবে জেলা ভার্সেস জেলার।
বাংলার ২০ টি জেলার দিদিদের মধ্যে সেরার খোঁজ চলছে ‘দিদি নং ১’-এ। সূত্রের খবর অনুযায়ী, ৪ সপ্তাহ ধরে চলবে জেলা ভার্সেস জেলার লড়াই। সোম থেকে শুরু করে একটি জেলার ৪ জন অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে যেই জেলাগুলি সর্বোচ্চ স্কোর করবেন তাদের নিয়ে শনিবার একটি ফিনালের আয়োজন হবে।
আর শনিবার যেই চার জেলা সিলেক্ট হবে তাদের নিয়ে রবিবার গ্রান্ড ফিনালে আয়োজন হবে সেখান থেকেই একজন জিতবেন সেরা দিদি নং ১-এর খেতাব। বলাই এই ধরণের খেলা দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।