“আমার জীবনের সেরা দিন…”, কোন সুখবর দিলেন অহনা?

অহনা দত্ত

গর্ভাবস্থা থেকে শুরু করে সন্তানের প্রতিদিনের খুঁটিনাটি, সবটাই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে থাকেন অভিনেত্রী অহনা দত্ত। জীবনে যতই কষ্ট আসুক না কেন, হাসিমুখে লড়াই করে চলেছেন অভিনেত্রী। তার সাক্ষী গোটা নেটপাড়া।

তাই নিজেকে আরও একটু ভালো রাখতে অহনা পৌঁছে গেলেন সৎ গুরুর কাছে। কলকাতায় সৎ গুরুর সঙ্গে সাক্ষাতের একটি ছোট্ট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অহনা। লেখেন, ‘আমার জীবনের সেরা দিন।’ ছবিতে সাদা রঙের পোশাকে দেখা যায় অহনাকে। অন্যদিকে সোনালী রঙের পোশাকে দেখা যায় সদগুরু কে। সৎ গুরুর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ইশা ফাউন্ডেশনকে ধন্যবাদও জানিয়েছেন অভিনেত্রী।

আপাতত মেয়েকে নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। সঙ্গে সব সময় রয়েছেন স্বামী এবং শ্বশুরমশাই। মাতৃত্বের এই যাত্রা দারুণভাবে উপভোগ করছেন তেমনটাই প্রকাশ পায় অভিনেত্রীর ভিডিওতে। তবে মেয়ে কিছুটা বড় হলেই আবারও কাজে ফেরার ইচ্ছে রয়েছে অহনার।