শুরু থেকেই বিতর্কের মুখে রয়েছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’। এই ধারাবাহিকে এমন কিছু বিষয় তুলে ধরা হচ্ছে যা বাংলা সিরিয়ালে আগে কখনো ঘটেনি। এই ধারাবাহিকে একদিকে যেমণ পজেটিভ দৃশ্য উঠে আসছে, অন্যদিকে ততটাই নেগেটিভি ছড়ানো হচ্ছে। যা সমাজে খুব বাজে ভাবে প্রভাব পড়তে পারে। এই ধারাবাহিক ঘিরে এমনটাই মত অধিকাংশ দর্শকের।
ধারাবাহিকের প্রথম দিকে দেখনা হয় শিমুলের ফুলশয্যার রাতে শাশুড়ি মা তার ছেলের বুকে মাথা দিয়ে শুয়ে রয়েছে। যা নিয়ে চ্যানেলকে রীতিমতো সমালোচনার মুখে পড়তে হয়। আবারও একটি সাম্প্রতিক ট্র্যাক নিয়ে ঘোর আপত্তি তুলছেন সকলে।
ধারাবাহিকে দেখানো হচ্ছে, পরাগ তার বাড়িতে একটি ছাত্রীকে পড়াচ্ছে। ছাত্রীটি পরাগের উপর দুর্বল। ধারাবাহিকের দৃশ্য ইঙ্গিত দিচ্ছে খুব সম্ভবত শিমুলকে ফাঁদে ফেলতে এই ছাত্রীকে ব্যবহার করবে পরাগ।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, ঘরের মধ্যে পরাগ আর তার ছাত্রী হাসিতে ফেটে পড়ে। শিমুল ঘরে জিজ্ঞেস করে ‘এটা কি পড়াশুনো হচ্ছে।” পরাগের সামনেই শিমুলকে সেই ছাত্রীটি জানায়, “তোমার এত ইন্সিকিউর কিসের? তাহলে স্বামীর সঙ্গে থাকে না কেন?”
আর এই দৃশ্য দেখে ছিঃ ছিঃ করছেন দর্শকেরা। অধিকাংশ দর্শকের মতে, “এই ধারাবাহিকে এবার শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করা হচ্ছে। অবিলম্বে এই ধারাবাহিক বন্ধ করা উচিত।” এক নেটিজেন লিখেছেন, “ছিঃ একজন শিক্ষক এমন হলে মানুষ নাটক দেখে কি শিখবে।” বলাই বাহুল্য, ‘কার কাছে কই মনের কথা’ ঘিরে ফের বিতর্ক সৃষ্টি হয়েছে, এবার দেখার বিষয় দর্শকের দাবি রেখে নির্মাতারা কি গল্প পাল্টাবেন? কারণ এর আগে দর্শকের বিক্ষোভের পরেই মধুবালা চরিত্রটিকে পজেটিভ দেখানো হয়েছিল।