ভিলেনের এন্ট্রি নিতেই স্বামী-স্ত্রী হয়ে গেল বাবা-মেয়ে, রোহিত-ফুলকির নতুন অবতারে অবাক দর্শক

ফুলকি

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। প্রথম সপ্তাহ থেকেই টিআরপি তালিকায় ভালো ফল করছে এই ধারাবাহিক। মুখ্য চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী দিব্যানি মণ্ডল এবং অভিনেতা অভিষেক বসু। রোহিত এবং ফুলকির রসায়ন ভীষণ পছন্দের দর্শকের।

ধারাবাহিকে প্রথমদিকে ফুলকি এবং রোহিতের সম্পর্ক ভালো না হলেও ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালো হতে শুরু করেছে। রোহিতের জন্মদিনে ফুলকি নিজের হাতে পায়েস রান্না করে। কিন্তু এদিন ফিরে আসে রোহিতের প্রথম স্ত্রী। ভিলেন হয়েই রোহিত স্ত্রীর ভূমিকায় এন্ট্রি নেয় শার্লি মোদক।

তবে ধারাবাহিকে ভিলেন এন্ট্রি নিতেই রোহিত-ফুলকি স্বামী-স্ত্রী থেকে হয়ে গেল বাবা-মেয়ে। অবাক হলেন নিশ্চয়ই? তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই ধারাবাহিকে নয় বরং মহালয়াতে রোহিত-ফুলকিকে বাবা-মেয়ে হিসাবে দেখা যাবে।

চলতি বছর মহালয়ার মা লক্ষ্মীর অবতারে দেখা যাবে ফুলকি ওরফে অভিনেত্রী দিব্যানি মণ্ডলকে এবং মহাদেবের চরিত্রে থাকবেন রোহিত। অর্থাৎ পর্দার স্বামী-স্ত্রীকে দর্শক এবার বাবা-মেয়ের ভূমিকায় দেখবেন। ইতিমধ্যেই সেই লুক প্রকাশ পেয়েছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here