সোশ্যাল মিডিয়ায় নচিকেতার একটি ভিডিও ঘিরে শোরগোল! ভিডিওতে দেখা যাচ্ছে লাইভ শো চলছে। সেখানে কোনও একজন, গায়ক নচিকেতাকে হিন্দি গান গাওয়ার জন্য অনুরোধ করেন। ব্যস শ্রোতার অনুরোধ শুনেই মেজাজ হারান তিনি। এমনকি কটুক্তিও করেন।
ভিডিওতে ওই শ্রোতার উদ্দেশ্যে নচিকেতা’কে বলতে শোনা যায়, “কেন বাংলা গানে কি অসুবিধে তোমার? বাংলার মাটিতে বসে হিন্দি? লজ্জা করে না তোমার? ছাগল! এই কথাটা বিহারে গিয়ে বলতে পারবে – বাংলা শুনব? হাড় গুড়ো করে দেবে। এই হল বাঙালি দেখ! বুদ্ধি নেই, বলদ।”। এমনকি তিনি এতটাই রেগে যান যে গান শুরু করতে গিয়ে থেমে যায় আবার ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলে ওঠেন, “‘এখানে কেউ কিছু বলে না বলে পার পেয়ে যাচ্ছে। এটা নচিকেতা রে”। একজন শিল্পীর মুখে এহেন মন্তব্য শুনে অনেকে তাঁকে সমর্থন করেছেন আবার কেউ কেউ বিপক্ষে চলে গেছেন তাঁর।
ফেসবুকে ড: গর্গ চট্টোপাধ্যায় ফ্যান ক্লাবের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে বলেছেন, “বাঙালি গায়ক-গায়িকা, নায়ক-নায়িকার উচিত নচিকেতার থেকে শেখা শিরদাঁড়ার মানে কি। জয় বাংলা”। আবার কেউ কেউ লিখেছেন, “এটা একজন শিল্পীর কথা হতে পারে না। তীব্র ধিক্কার জানাই।”
Source: bangla . hindustantimes