নির্ধারিত সময়েই প্রকাশিত হল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। তবে আজকের টিআরপির তালিকা নিয়ে খুশি নয় দর্শকের একটি বড় অংশ। এই নিয়ে বেশ শোরগোল চলছে ধারাবাহিকের ফ্যান পেজগুলিতে।
‘মিঠাই’, ‘গাঁটছড়া’ ধারাবাহিককে হারিয়ে আবারও TRP-র প্রথম স্থান দখল করল স্টার জলসার ‘ধুলোকোণা’। লালন-ফুলঝুরি’র বিয়ের টুইস্টেই বাজিমাত মানালি দে’র অভিনীত এই ধারাবাহিক। কিন্তু আশ্চর্যের বিষয় চলতি সপ্তাহে TRP-র এক থেকে চারের মধ্যে নেই জি-বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক। তাহলে কি বাংলার সেরা ধারাবাহিক ‘মিঠাই’ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শক?
প্রত্যেক সপ্তাহের টিআরপি’র হেরফের হয় ঠিকিই। কিন্তু টিআরপি কমলেও অন্তত ১-৪ এর মধ্যে থাকে মিঠাই। এই প্রথম টিআরপিতে এত খারাপ পেল জি-বাংলার এই ধারাবাহিক। ৭.৫ নম্বর পেয়ে একেবারে পঞ্চম স্থানে চলে এসেছে ‘মিঠাই’। তাঁর সাথে পঞ্চম স্থানে রয়েছেন ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। ‘গাঁটছড়া’ আবারও দ্বিতীয় স্থানে, তৃতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং। চতুর্থে ‘গৌরী এল’ ধারাবাহিক।
চলতি সপ্তাহে বাংলা ধারাবাহিকের TRP রেটিংঃ
ধুলোকণা – ৯.৩ (প্রথম)
গাঁটছড়া – ৮.৩ (দ্বিতীয়)
আলতা ফড়িং – ৮.০ (তৃতীয়)
গৌরী এলো – ৭.৭ (চতুর্থ)
লক্ষ্মী কাকিমা সুপারস্টার । মিঠাই – ৭.৫ (পঞ্চম)
মন ফাগুন – ৭.২ (ষষ্ঠ)
উমা – ৬.৩ (সপ্তম)
এই পথ যদি না শেষ হয় – ৬.০ (অষ্টম)
অনুরাগের ছোঁয়া – ৫.৯ (নবম)
খেলনা বাড়ি – ৫.৭ (দশম)