স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’ এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড। কখনো হাসির মিমে ভরে উঠছে আবার কখনো লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে হাসির রোল লেগেই রয়েছে। ফের আরও একবার হট গসিপে শ্রীময়ী। ধারাবাহিকের নতুন প্রোমো সামনে আসতে বিরক্ত দর্শক।

রোহিত সেনকে বাঁচাতে কখনো বন্দুক চালানো শিখছেন আবার কখনো ছদ্মবেশ। গাঁজাখুরি গল্পে প্রায় অতিষ্ঠ হয়ে উঠছে দর্শকের একটি বড় অংশ। তাদের দাবী, “বিদায় করুন এটা, আর নেওয়া যাচ্ছে না”। আবার কেউ লিখেছেন, ‘এই ঠাকুমার যাত্রা এবার শেষ হোক, আর নিতে পারছি না”। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, “জবা মা ও তিতলির দিয়ে কোনও অংশে কম নয় ইনি”। এতএব এই ধারাবাহিক আর দেখতে ইচ্ছুক নয় দর্শক। তাহলে কি এবার বন্ধ হবে শ্রীময়ী? সেটাই দেখার অপেক্ষায়।
সূত্রঃ bongtrend . com/sreemoyee-actress-indrani-haldar-practice-with-gun-to-became-goyenda-ginni/

