বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকের মধ্যে খড়কুটো অন্যতম। প্রথমদিকে কুটকাচালিহীন এই একান্নবর্তী পরিবারের গল্প দর্শকের ভীষণ প্রিয় ছিল। ধারাবাহিক শুরু হওয়ার সময় গুনগুন (তৃণা সাহা), সৌজন্য এবং পটকার মতো চরিত্রগুলো বেশ পছন্দ করেছিলেন।
View this post on Instagram
ধারাবাহিকের প্রথমদিকে টিআরপি শীর্ষে থাকলেও বর্তমানে খড়কুটোর জনপ্রিয়তা অনেকটাই কমে গেছে। তার একমাত্র কারণ কি ধারাবাহিকের চরিত্র গুনগুন?
View this post on Instagram
খড়কুটো ধারাবাহিকের দৃশ্য দেখানো হচ্ছে সদ্য গুনগুণের বৌদিভাই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আর এই কন্যা সন্তানের উপর অধিকার ফলাচ্ছে গুনগুন । সদ্যজাতকে মায়ের থেকে ছিনিয়ে নিয়েছে গুনগুন। এদিকে সন্তানকে কাছে না পেয়ে কষ্ট পাচ্ছে মিষ্টি।
View this post on Instagram
পরিবারের সকল সদস্য এমনকি সৌজন্যও কিছুতেই তাকে বোঝাতে পারছে না। গুনগুন ছোট শিশুটিকে নিজের কাছে রাখতে চায় কারণ সে দায়িত্ব না নিলে সন্তানটি পৃথিবীতেই আসত না। তাই তার অধিকার বেশি। বাড়ি সকল সদস্য তার উপর বেজায় চটেছে এমনকি পর্দার দর্শকও।
View this post on Instagram
গুনগুণের এত ন্যাকামি ও অতিরিক্ত বাড়াবাড়ি আর নিতে পারছেন না দর্শক। ধারাবাহিকে গুনগুন চরিত্র নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করছে দর্শক। অপরদিকে মিষ্টির উপর সহানুভূতিও উপচে পড়ছে।