বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন শিঞ্জিনী চক্রবর্তী। একসময় মুখ্য চরিত্রে হাত ধরে অভিনয় জগতে অভিষেক হলেও আজ ভিলেন চরিত্রেই তার দেখা মেলেন।
উমা সিরিয়ালে নায়িকা চরিত্রে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন কিন্তু এরপর পঞ্চমী, সন্ধ্যাতারা, অষ্টমী আরও বেশ কিছু সিরিয়ালে ‘দুষ্টু’ মেয়ের চরিত্রেই অভিনয় করেন।
বর্তমানে তাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকে। এই মেগাতেও খলচরিত্রে অভিনয় করছেন শিঞ্জিনী। বর্ষা চরিত্রে বেশ ভালোই সাড়া ফেলেছেন। শাশুড়িকে কমলিনীকে অপমান করার জন্য চড় খেয়েছেন বর্ষা।
চিরসখা ধারাবাহিকে শয়তানি করার জন্য দর্শক তাকে ঘৃণার চোখে দেখছেন। এই প্রসঙ্গে এই সময় অনলাইন’কে শিঞ্জিনী বলেন, ‘দর্শক আমায় ঘৃণা করছেন, এটাই প্রাপ্তি। নেগেটিভ চরিত্র করার এটাই সাইড এফেক্ট। সব জেনেই তো করছি। মানুষ বর্ষাকে যত বেশি ঘৃণা করছে, ততই চরিত্রটার সাফল্য। তবে একটা কথা ভেবেই খারাপ লাগে, মানুষ শিঞ্জিনিকেও বর্ষার মতোই মনে করছেন। শিঞ্জিনি তো বর্ষা নয়।’