রাজনীতির ময়দান থেকে অভিনয় সবটাই সমান তালে সামলে চলেছেন অভিনেত্রী জুন মালিয়া। তবে এই মুহূর্তে পর্দা থেকে বেশ কিছুদিন দূরেই রয়েছেন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই রাজ চক্রবর্তীর ‘আবার প্রলয় ২’-এ দেখা যাবে জুনকে।
তবে অনেকেই হয়ত জানেন না জুন মালিয়ার আসল নাম। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করলেও আজও জুন ব্যবহার করেন তার প্রথম স্বামীর পদবী। কিন্তু কেন জানেন?
অভিনেত্রীর আসল নাম জুন দুবে। মালিয়া তার প্রথম স্বামীর পদবী। যদিও তিনি ইন্ডাস্ট্রিতে পরিচিত জুন মালিয়া হিসাবেই। জুনের প্রথম স্বামীর নাম সঞ্জীব মালিয়া।
অল্প বয়সেই জুনের সঙ্গে তার প্রথম স্বামী সঞ্জীবের প্রেম শুরু। কিছুদিনের মধ্যেই বিয়ে। বিয়ের পরপরই মা হন জুন। দুই সন্তানকে নিয়ে সংসারের যাঁতাকলে পড়ে হাপিয়ে উঠেছিলেন জুন। স্বামীর কাছে কিংবা শ্বশুরবাড়িতে স্বাধীনতা বলতে কিছুই ছিল না তার। ছেলে-মেয়েকে নিয়ে সংসার ছেড়ে বেড়িয়ে এসে একা বাঁচার লড়াই শুরু হয় তার।
ডিভোর্স হলেও জুন যেহেতু সব জায়গাতে এই নামেই পরিচিত তাই তিনি আর পদবী বদলাননি। প্রথম স্বামীর মালিয়া পদবী জুন আজও ব্যবহার করেন।
২০১৯-এ সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে দ্বিতিয়বার ঘর বাধেন জুন। চুপিসারে ১৪ বছর সম্পর্কের পর স্বামী সৌরভ ও দুই ছেলে মেয়ে কে নিয়ে বর্তমানে গোছানো সংসার জুনের।

