দীর্ঘ ২৭ মাসের যাত্রা শেষ। অবশেষে শেষ হচ্ছে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। তিন বছর ধরে টিভির পর্দায় সম্প্রচারিত হল এই ধারাবাহিক। যেখানে আজকাল বাকি ধারাবাহিকের মেয়াদ ৬ থেকে ৯ মাস। সেক্ষেত্রে এই ধারাবাহিক বহুদিন ধরে চলে আসছে।
শোনা যাচ্ছে, পুজোর পরেই শেষ সম্প্রচার এই ধারাবাহিকের। ধারাবাহিকে মূল আকর্ষণ ছিল খড়ি। শোলাঙ্কি যাওয়ার পর ধারাবাহিকে জনপ্রিয়তা কমে যায়। এরপর নায়িকা চরিত্রে এন্ট্রি নেয় শ্রীপর্ণা। তবে দর্শকের মন জিততে ব্যর্থ। কারণ খড়ি ছাড়া ‘গাঁটছড়া’, ভাবতেই পারেন না দর্শক।
ধারাবাহিক শেষ হওয়ার নিয়ে ঋদ্ধিমান ওরফে অভিনেতা গৌরব আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, “আমি এ বিষয়ে কিছুই বলতে পারব না। আসলে এগুলো আমরা জানতে পারি না। তাই আমার থেকে কোনও উত্তরই পাওয়া যাবে না।”