ফের শিরোনামে কাঞ্চনের প্রাক্তন এবং বর্তমান স্ত্রী। সম্প্রতি রাজ চক্রবর্তীর ‘সন্তান’-এর বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন কাঞ্চন আর শ্রীময়ী। ‘সন্তান’-এর প্রসঙ্গ বলতে গিয়ে শ্রীময়ী জানায় কাঞ্চন মেয়ে বলতে অজ্ঞান।
আনন্দবাজার ডট কমকে কাঞ্চনের ছেলেকে নিয়ে প্রথমবার মুখ খুলতে দেখা যায় শ্রীময়ীকে। শ্রীময়ী জানান, ‘কাঞ্চনের ছেলে অর্থাৎ ওশ তো আমারও সন্তানসম। আমার কাছে কৃষভি যা, ওশ-ও তাই। কাঞ্চন ছেলেকে প্রচণ্ড ভালবাসে, আজও। প্রতি পদে মিস করে। জানি না, ওশ বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতি বুঝবে কি না। তবে আমার দিক থেকে বলছি, আমাদের বাড়িতে ওশের অবারিত দ্বার। ওশ কোনও দিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায়, থাকতে চায় আমাদের কাছে, ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে বাধা দেব না।’
আর সেই খবর ভীষণ ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপরেই মুখ খুলতে দেখা যায় অশের মা অর্থাৎ কাঞ্চন মল্লিকের প্রাক্তন স্ত্রী পিঙ্কিকে। পিঙ্কি শ্রীময়ীর মন্তব্যের উত্তরে পাল্টা জবাব দেন, ‘ ভবিষ্যতে কী হবে না হবে, সব উত্তর সময় দেয়। ঠিক আছে, ধন্যবাদ ওঁর মহান উক্তির জন্য। ওশ বাবাকে মিস্ করে না। আমরা চাই ওঁরা খুব ভাল থাকুন। যতটা ভাল থাকা যায়। আর আমার সঙ্গে খারাপ কিছু হয়নি। যা হয়েছে, ভাল হয়েছে’।