জি-বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। শুরুর পর থেকেই এই ধারাবাহিক চর্চায় রয়েছে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা রুবেল দাস এবং অভিনেত্রী পল্লবী শর্মা।
যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, সরস্বতী পুজোর দিন ফিল্ডে গিয়ে একটি অগ্নিকাণ্ড রিপোর্টিং করে পর্ণা। এরপর এদিন বাড়িতে পুজোর সময় দুষ্কৃতীরা দত্তবাড়িতে বোমা ফেলে। যার ফলে বড় অঘটন হতে পারত কিন্তু নিজের বুদ্ধি দিয়ে পুরো বাড়ির লোকজনকে রক্ষা করে। কিন্তু এর জন্য শ্বশুরবাড়ির লোকজনের কাছে কথা শুনতে হয়।
পরিবারের কথা ভেবে পর্ণা সিদ্ধান্ত নেয় সে চাকরি করবে না। কিন্তু পাশে এসে দাঁড়ায় ঠাম্মি। রেজিগনেশন লেটার ছিড়ে ফেলে তিনি জানান পর্ণা এই চাকরিটা করবে। এমনকি ঠাম্মি পর্ণার সাহসিকতায় মুগ্ধ হয়। কারণ একসময় নতুন বউ হয়ে এই বাড়িতে আসেন তখন ডাকাত পড়েছিল বাড়িতে। তবে ভয় না পেয়ে বন্দুক হাতে ডাকাত তাড়িয়েছিলেন। যা শুনে অবাক হয়ে যায় পর্ণা। এইভাবেই পর্ণার পাশে দাঁড়ায় ঠাম্মি। ধারাবাহিকের এই দৃশ্য দেখে প্রশংসা জানিয়েছেন দর্শকেরাও।