হ্যারিকেন হান্নার জেরে বিপর্যস্ত টেক্সাস

হ্যারিকেন হান্না টেক্সাস

কোভিড-১৯ এর জেরে একেতেই তথৈবচ অবস্থা মার্কিন মুলুকের । এবার মড়ার উপর খাড়ার ঘা । করোনার সংক্রমণের মধ্যেই আমেরিকার টেক্সাসের গল্ফ উপকূলে আছড়ে পড়ল হ্যারিকেন হান্না । ১৪৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড় ও তার সঙ্গে হওয়া প্রবল বৃষ্টির জেরে টেক্সাসের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভূমিধসের ঘটনা ঘটেছে । স্তব্ধ হয়ে পড়েছে সেখানকার জনজীবন ।

আরও পড়ুন : স্পেনকে নিরাপদ স্থানের তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে

টেক্সাসের স্থানীয় প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় টেক্সাস এর পেডর এলাকায় আছড়ে পড়ে ২০২০ সালে আটলান্টিক সাগরে সৃষ্টি হওয়া প্রথম এই ঘূর্ণিঝড়টি । গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৫ কিলোমিটার । এর জেরে সেখানে প্রবল ঝড়বৃষ্টির পাশাপাশি ভূমিধসের ঘটনা ঘটে ।

আরও পড়ুন : উত্তর কোরিয়া জরুরি অবস্থা ঘোষণা করে প্রথম করোনাভাইরাস মামলার মধ্যে

রবিবার সকাল পাঁচটা নাগাদ ভয়াবহ সামুদ্রিক ঝড়টি টেক্সাসের অন্য জায়গাতে প্রকোপ দেখাতে শুরু করে । জনজীবন স্তব্ধ হওয়ার পাশাপাশি সমস্ত রকমের পরিষেবাই বন্ধ হয়ে গিয়েছে । শনিবার সকালেই টেক্সাসের গর্ভনর গ্রেগ অ্যাবোট -এর তরফে ঘূর্ণিঝড়ের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছিল । গভর্নর ৩২টি এলাকায় জারি করেছিলেন ভারী দুর্যোগের সতর্কতা । ফলে বেশিরভাগ মানুষই বাড়ির ভিতরে আশ্রয় নিয়েছিলেন । ফলে হান্নার প্রকোপে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ।

আরও পড়ুন : শিশুদের এনার্জি ড্রিংকস কেনার নিষেধাজ্ঞা জারি করতে বলছে লেবাররা

অন্যদিকে, হান্নার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে পৃথিবীর সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড় ডগলাস ক্রমশ হাওয়াই দ্বীপপুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর । রবিবার এটি হাওয়াইয়ে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here