চিনে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ১৩২ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান

বিমান দুর্ঘটনা

দক্ষিণ চিনে মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ঘটনাটি ঘটেছে চিনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায়। চিনের সরকারি চ্যানেল সিসিটিভির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সোমবার দুপুরে বিমানটি কুনমিং শহর থেকে গুয়াংজুর দিকে যাওয়ার সময় ভেঙে পড়তে দেখা গিয়েছে।

কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এমনকি বিমান দুর্ঘটনায় কত জন মারা গিয়েছেন তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানে যাত্রীর সংখ্যা ছিল ১৩২ জন। এত বড় ভয়াবহ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

বিমানটি চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং ৭৩৭ বিমান ছিল। বিমান সংস্থা সূত্রে, বিমানটি প্রায় ৬ বছরের পুরানো। ঘটনাস্থলের ভাইরাল হওয়া ভিডিও বলছে পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা এলাকায় ভেঙ্গে পড়ে বিমানটি।চিনের সরকারি চ্যানেল রিপোর্ট অনুযায়ী, বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ইতিমধ্যেই ওই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

 

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here