দক্ষিণ চিনে মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। ঘটনাটি ঘটেছে চিনের উওজোউ শহরের কাছে গুয়াংগজি এলাকায়। চিনের সরকারি চ্যানেল সিসিটিভির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় সোমবার দুপুরে বিমানটি কুনমিং শহর থেকে গুয়াংজুর দিকে যাওয়ার সময় ভেঙে পড়তে দেখা গিয়েছে।
কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। এমনকি বিমান দুর্ঘটনায় কত জন মারা গিয়েছেন তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিমানে যাত্রীর সংখ্যা ছিল ১৩২ জন। এত বড় ভয়াবহ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।
A China Eastern Airlines Boeing 737-800 operating flight MU5735 has reportedly crashed near Wuzhou in southern China. Initial reports say 133 onboard.pic.twitter.com/iipgQYGkhK
— WLVN Analysis🔍 (@TheLegateIN) March 21, 2022
বিমানটি চায়না ইস্টার্ন প্যাসেঞ্জারে বোয়িং ৭৩৭ বিমান ছিল। বিমান সংস্থা সূত্রে, বিমানটি প্রায় ৬ বছরের পুরানো। ঘটনাস্থলের ভাইরাল হওয়া ভিডিও বলছে পাহাড়ের মধ্যে জঙ্গলে ঘেরা এলাকায় ভেঙ্গে পড়ে বিমানটি।চিনের সরকারি চ্যানেল রিপোর্ট অনুযায়ী, বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। ইতিমধ্যেই ওই এলাকায় উদ্ধারকাজ শুরু হয়েছে।
Unfortunate News of Huge plane crash coming from China!
China Eastern passenger jet carrying 132 people crashed in southern China today. The plane was carrying 123 passengers and 9 flight crew members. pic.twitter.com/GTOtm7u7sD— Manjinder Singh Sirsa (@mssirsa) March 21, 2022