আচমকাই আলোচনার শিরোনামে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। গায়িকা হিসাবে খ্যাতি পেলেও নিজের ব্যক্তিগত জীবনকে খুব একটা প্রকাশ্যে আনতে চান না গায়িকা। তার স্বামী তো একেবারেই দূরে থাকেন লাইমলাইট থেকে।
২০১৬’র ২১ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন লগ্নজিতা। আগামী মাসেই বিয়ের ১০ বছর পূর্ণ করবেন দুজনে। বিয়ের আগেও ৮ বছরের সম্পর্ক ছিল তাদের।
কিন্তু এই ১০ বছরের বৈবাহিক সম্পর্কে স্বামীর সঙ্গে আলাদাই থেকেছেন লগ্নজিতা। কেন বরের থেকে আলাদা থাকেন গায়িকা? এই নিয়ে বেশ কৌতুহল গায়িকার অনুরাগীদের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার সময়ই প্রেমিক সাত্যকি সাহার প্রেমে পড়েছিলেন লগ্নজিতা। কিন্তু বিয়ের পর থেকেই সংসার করা হয়নি একসঙ্গে। পেশাগত কারণে লং ডিসটেন্স বিয়ে লগ্নজিতার।
গায়িকার স্বামী ইঞ্জিনিয়ার, এক মাল্টিন্যাশন্য়াল কোম্পানির উচ্চ পদস্থা আধিকারিক। তাই কর্মসূত্রে এখন তামিলনাড়ুতে থাকেন। অন্যদিকে লগ্নজিতার গানের কেরিয়ার ও নানা কনসার্টের জন্য লগ্নজিতাকে ছুটে বেড়াতে হয় এক শহর থেকে অন্য শহরে। আর এই কারনেই বরের সাথে একসঙ্গে থাকা হয়না গায়িকার।
দিন কয়েক আগে স্ট্রেট আপ উইথ শ্রী নামক এক পডকাস্টে নিজের বৈবাহিক জীবন নিয়ে মুখ খোলেন লগ্নজিতা। গায়িকার মনে করেন, পরস্পরের প্রতি বিশ্বাস, সম্মান আর বন্ধুত্বের ভরসাতেই টিকে রয়েছে লগ্নজিতা-সাত্যকির দাম্পত্য। দূরে থাকলেও মনের কাছাকাছি থাকেন তারা।


