টিকল না বিয়ে! দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন টেলিভিশনের তারকা দম্পতি

জয় ভানুশালী ও মাহি ভিজ

আজকাল বিয়েটা যেন ছেলে খেলা হয়ে উঠেছে। বিশেষ করে তারকাদের মধ্যে। এই টেলি জগতে একের পর এক ঘর ভাঙার খবর সামনে আসছে প্রায়ই। ফের আবারও টেলি জগতে ডিভোর্সের খবর।

এবার ১৫ বছরের দাম্পত্য জীবনে ইতি টানলেন হিন্দি টেলি জগতের জনপ্রিয় তারকাদম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজ। সূত্রের খবর, কয়েক মাস আগেই বিচ্ছেদের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন টেলিভিশনের জনপ্রিয় এই দুই মুখ।

শোনা যাচ্ছে স্বামী অর্থাৎ জুয়ের উপর মাহির সন্দেহের জেরেই ডিভোর্স। বর্তমানে তাদের  দম্পতির রয়েছে তিন সন্তান। সন্তানরা কার কাছে থাকবে সেই নিয়ে চলছে মামলা। বলি জগতে শক্তিশালী দম্পতি হিসাবেই এতদিন পরিচিত ছিলেন। তাদের বিচ্ছেদের খবরে মন ভেঙেছে তাদের অনুরাগীদের।

জয় ভানুশালী ও মাহি ভিজ

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। প্রসঙ্গত, ২০১০ সালে তারা ভালোবেসে বিয়ে করেন।  মাহির গর্ভজাত কন্যা তারা, সেই সঙ্গে রাজবীর ও খুশিকে দত্তক নেন দম্পতি। তিন সন্তানকে সুখেই সংসার করছিলেন মাহি। আচমকাই তাদের সম্পর্কে ফাটল ধরে। সন্দেহের জেরেই ডিভোর্সের পথ হাঁটলেন তারা।

জয় ভানুশালী ও মাহি ভিজ