আচমকাই সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ। বিয়ে করছেন ‘শুভ বিবাহ’ সিরিয়ালের তেজ ওরফে অভিনেতা হানি বাফনা। চারিদিকে বিয়ের মরসুম। টেলি পাড়ায় একাধিক নায়ক-নায়িকা বিয়ে সেরে ফেলছেন। তাহলে কি এবার অভিনেতার পালা?
ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে লাল পাঞ্জাবিতে সেজে খাবারে টেবিলে বসে রয়েছেন হানি বাফনা। টেবিলে সাজানো নানা রকমের বাঙালি খাবার। ঠিক যেমন ভাবে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। তাহলে কি সত্যিই বিয়ে করছেন অভিনেতা।
খবর নিতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেন হানি বাফনার সাথে। আর এই সংবাদমাধ্যমের কাছে পুরোটা খোলসা করেন অভিনেতা। হানি জানিয়েছেন, ‘যা দেখছেন তার প্রকৃত কারণ সকলেই জানেন। পুরোটাই ধারাবাহিকের চিত্রনাট্য মেনে। তার পরেও কী করে আমার বিয়ের গুঞ্জন ছড়াল, কে জানে! শুনে অবাক হয়ে গিয়েছি।’
তাহলে বাস্তবে কবে বিয়ে করবেন ছোটপর্দার তেজ? এই প্রশ্নের উত্তরে আনন্দ বাজারকে অভিনেতা বলেন, সারা ক্ষণ শুটিং করছি। ছোট পর্দায় পরিশ্রম একটু বেশি। সে সব সামলে বিয়ে দূরের কথা, প্রেম করার পর্যন্ত সময় পাওয়া যায় না।’