“দিনগুলো মনে পড়লেই চোখে জল এসে যায়…”, মন খারাপ ইমনের

ইমন চক্রবর্তী

প্রতি বছরই সঙ্গীতমেলা নিয়ে দারুণ উত্তেজনা থাকে গানপ্রিয় মানুষদের। এবছর নিউটাউনের ‘দুর্গা অঙ্গন’-এর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গান গেয়ে আসর জমালেন বাবুল সুপ্রিয়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, ইমন চক্রবর্তী সহ আরও গায়ক গায়িকারা।

এ দিন ‘রাজ্য সঙ্গীত আকাদেমি’-তে পা রেখে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলেন ইমন। একটা সময়ে মায়ের হাত ধরে বহুবার এসেছেন এই রাজ্য সঙ্গীত আকাদেমিতে। সম্প্রতি রাজ্য সঙ্গীত আকাদেমি-তে দাঁড়িয়েই নিজের একঝাক ছবি পোস্ট করে ইমন লিখেছেন,

‘ছোটবেলায় একটি কম্পিটিশনে পার্টিসিপেট করা। প্রথম, দ্বিতীয় বা কিছু না হওয়া। মায়ের হাত ধরে, বাবার সঙ্গে, দাদুর সঙ্গে আসা। সব মনে পড়ছে।’

ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়তেই মন খারাপ গায়িকার। ইমন আরও লিখেছেন, ‘দিন অনেক পিছনে ফেলে সামনের পথে আমরা সবাই। কিন্তু তবু সব মনে পড়ে যায়। মাকে মনে পড়ে যায়। মা, বাবাই, কাকাই, মাসিমনি, মামনি, মামটু সবার স্ট্রাগল মনে পড়ে। চোখে জল আসে। পথচলা অনেক বাকি। জগন্নাথ সহায়।’

সবকিছু একই রকম থাকলেও বদলেছে শুধু সময়। তাই পুরনো দিনের স্মৃতি মনে পরতেই এই বিশেষ দিনে মায়ের কথাই সবচেয়ে বেশি মনে পড়েছে ইমনের।

 

View this post on Instagram

 

A post shared by Iman Chakraborty (@iman_chakraborty)