একসময় টাকার সমস্যায় পড়তে হয়, নিজের আপনজনদের কাছ থেকে শুনতে হয় অনেক কথা’, অতীতের স্মৃতিতে চোখে জল ‘শৌর্য্য’ ওরফে সপ্তর্ষি রায়ের

সপ্তর্ষি রায়

জি-বাংলার নতুন ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora)। যার নাম ভূমিকায় রয়েছেন  আরাত্রিকা মাইতি (Aratrika Maity), দেবাদৃতা বসু (Debadrita Basu) ও সপ্তর্ষি রায় (Saptarshi Roy)। ধারাবাহিকে দর্শকের প্রিয় জুটি হল রাই আর শৌর্য্য।

ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সপ্তর্ষি রায়। পর্দার মতোই বাস্তবেও শান্ত ও ধীরস্থির। সম্প্রতি এই অভিনেতা এক সাক্ষাৎকারে নিজের অতীতের জীবন নিয়ে মুখ খুললেন।

এই অভিনেতা জানান, জীবন মানেই হার-জিত। তবে সাফল্যের খিদে বাড়াতে হলে অসফলতাক উপভোগ করতে হবে। নিজের অভিজ্ঞতা দিয়ে তিনি জীবনের পথকে চিনতে শিখেছেন।

বর্তমানে তিনি কাজ করছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তবে একটা সময় খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। পরিবার তাকে সাপোর্ট করলেও টাকা পয়সার সমস্যা বাস্তবে পরিণত হয়। এমন সময়ের মধ্যে দিয়ে গেছেন যে আজও চোখে জল চলে আসে।

সেইসময় নিজের আপনজনদের থেকে এবং বন্ধুবাধবের থেকে কঠিন কথা শুনতে হয়। যা তিনি স্বপ্নেও ভাবেননি। তবে হাল ছেড়ে দেননি শৌর্য্য। নিজের সঙ্গে হেরে আবার জিতেছেন তিনি।  কারণ কথা তার উপর প্রভাব ফেলতে পারেনি।

অভিনেতা কথায়, যদি তিনি পরিশ্রম করেন এবং নিজের চরিত্রটি পর্দায় ভালোভাবে ফুটিয়ে তুলতে পারেন তবে ভালোবাসা আসবে। অভিনয়ে দোরগোড়ায় এসে বহুবার ফিরে গেছেন। একসময় বদমেজাজি হয়ে ওঠেন আবার নিজেকে সামলেও নেন। জি-বাংলার লিড রোলে সুযোগ আসে। বর্তমানে সব রকম পরিস্থিতিকে খুব সহজেই মানিয়ে নিতে পারেন।