ট্যাক্সি ড্রাইভার হয়ে গেল উকিল! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ঊর্মি

ঊর্মি

এবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে ‘এই পথ যদি না শেষ হয়’ এর ঊর্মি। প্রসঙ্গত বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে গল্পের নায়ক সত্যাকি ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে। তার বিরুদ্ধে আনা হয়েছে শ্লীলতাহানীর মতো গুরুতর অভিযোগ। যদিও সেটা ভিলেনের কারসাজি।

ভিলেনের ষড়যন্ত্রে সাত্যকির হয়ে কেস লড়তে আপত্তি জানিয়েছেন সমস্ত উকিল। তাই সাত্যকিকে বাঁচাতে উকিল হিসেবে আদালতে কেস লড়তে দেখা যাবে গল্পের নায়িকা উর্মিকে। আর এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা শুরু করেছে নেটিজেনরা।

কারণ নেটিজেনদের একাংশ মনে করছেন, যে কোনদিন ওকালতি পড়েনি সে কীভাবে কেস লড়তে পারেন? অতিনাটকীয়তা নিয়ে আপত্তি তুলেছেন তারা। যদিও এর পাল্টা উত্তর দিয়েছেন ঊর্মির ভক্তরা। তারা নেটিজেনদের মনে করিয়ে দিয়েছেন, “ভারতীয় আইন অনুযায়ী প্রিয়জনের হয়ে কেস লড়তে পারেন যে কেউই। তাই স্বামীর হয়ে উকিল হতেই পারেন উর্মি”।

আবার কেউ মজার ছলে লিখেছেন, “উর্মি শিখলো ড্রাইভারি আর হয়ে গেলো উকিল? কি করে কি সম্ভব?
এই দিকে পড়াশোনা করে আজও আমরা বেকার”। অতিনাটকীয় গল্প দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড হতে হলো উর্মিকে।

সূত্রঃ  kolkatajournal . com/entertainment-news/bengali-serial/ei-poth-jodi-na-sesh-hoy-serial-got-trolled-12145

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here