কিছু কিছু ধারাবাহিক রয়েছে যা শেষ হলেও দর্শকের মনে থেকে যায়। এমনই একটি এভারগ্রিন ধারাবাহিক হল স্টার জলসার ‘টাপুর টাপুর’। ধারাবাহিকটি ছিল দুই বোনের কাহিনী নিয়ে। যেখানে মুখ্য চরিত্রে ছিলেন টলি পাড়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন এবং অভিনেত্রী অনন্যা বিশ্বাস। ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে প্রায় ১২ বছর। ধারাবাহিকটি দর্শক আজও ভুলতে পারেননি।
২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি, পথচলা শুরু হয় এই ধারাবাহিকের। টিভির পর্দায় এতটাই হিট হয় ধারাবাহিকটি যে দর্শকরা মুখিয়ে থাকতেন ধারাবাহিক দেখার জন্য। টিভির পর্দায় প্রায় ৩ বছর চলেছিল এই মেগা।
সম্প্রতি স্টার জলসার চ্যানেলের তরফে আরও একবার পর্দায় দেখা যাবে সন্দীপ্তা সেন অভিনীত এই জনপ্রিয় ধারাবাহিক। জানা যাচ্ছে স্টার জলসায় প্রতিদিন দুপুর ২ টো থেকে টাপুর টাপুর ধারাবাহিকের পুনঃপ্রচার শুরু হবে।
View this post on Instagram