‘জয়ের মতো তাপসের মৃত্যুর পরেও উনি একই মন্তব্য করেন’, চিরঞ্জিৎ চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক তাপস পালের স্ত্রী নন্দিনীর

নন্দিনী পাল

কিছুদিন আগে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী মন্তব্য করেন জয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুর কিছুদিন আগে তাকে ফোন করে ৫ লাখ টাকা চান। অভিনেতার সেই মন্তব্যে এবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল।

এই মন্তব্য রীতিমত ক্ষুব্ধ তাপস পালের স্ত্রী নন্দিনী। আনন্দবাজার ডট কম-কে র কাছে তিনি আসল সত্য সামনে আনেন চিরঞ্জিৎর বিরুদ্ধে।

নন্দিনী এই সংবাদমাধ্যমের কাছে জানান, “একই অভিজ্ঞতা আমারও হয়েছে। তাপসকে নিয়ে এ রকমই কিছু বলেছিলেন চিরঞ্জিৎদা। সেই কথা আমায় খুব কষ্ট দিয়েছিল। আমাদের মেয়ে সোহিনীও খুব কষ্ট পেয়েছিল। যাঁকে নিয়ে বলা হচ্ছে, তিনি এ সবের ঊর্ধ্বে। ফলে, তাঁর খারাপ লাগার জায়গা নেই। কিন্তু যাঁরা রয়ে গেলেন তাঁদের তো এ সব শুনতে কষ্ট হয়! এটা চিরঞ্জিৎদা বোঝেন না?”

নন্দিনী মনে করে নিছক প্রচারের লোভেই অভিনেতা এসব কথা বলেন।