‘নিম ফুলের মধু’র পর ফের নতুন ধারাবাহিকে ফিরছেন ভিলেন ইশা ওরফে তনয়া মুখার্জী

তনয়া মুখার্জী

স্টার জলসার পর্দায় আসছে নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’। এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় প্রথম জুটি বাঁধবেন সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়। গল্পে নায়ক নায়িকা থাকবে ভিলেন থাকবে না তেমনটা আবার হয় নাকি?

ইতিমধ্যেই আঁচ পাওয়া গিয়েছে, কে হচ্ছেন এই গল্পের ভিলেন? আসন্ন ধারাবাহিকে খল নায়িকার চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তনয়া মুখার্জী কে। যদিও তার চরিত্রটি পুরোপুরি নেতিবাচক দিকে মোড় নেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

তনয়াকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’র ইশার চরিত্রে। গল্পে সৃজন-পর্ণার শত্রু হিসাবে প্রথম থেকেই ইশা চরিত্রে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করেছিলেন তনয়া। এবার নতুন চরিত্রে পর্দায় কি চমক আনতে চলেছেন তনয়া সেটাই দেখার পালা।