“কখনও এরকম অবস্থা দেখিনি… বাড়িতে কারেন্ট নেই”, জলমগ্ন অবস্থায় তনুশ্রী শঙ্করের ডান্স স্টুডিয়ো, বিপর্যস্ত গোটা পরিবার

শ্রীনন্দা শঙ্কর

শহর জুড়ে হাঁটু জল, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গোটা কলকাতা শহর। গাড়ি চলাচল থেকে শুরু করে ট্রেন পরিষেবা বন্ধের কারনে অবস্থা খুবই শোচনীয়। এমনকি বহু মানুষের বাড়িতে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। আর সেই জলমগ্ন পরিস্থিতিতেই নিজের কলকাতার বাড়ির ভয়াবহ অবস্থা তুলে ধরলেন তনুশ্রী শঙ্করের মেয়ে শ্রীনন্দা শঙ্কর।

প্রায়শই প্রতিদিনের খুঁটিনাটি ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন শ্রীনন্দা। বর্তমানে মুম্বইতে থাকলেও কাজের সূত্রে মাঝেমধ্যেই কলকাতা শহরে আসতে হয় তাকে। তাই এবারেও পুজোর আগে কলকাতায় এসেছিলেন শ্রীনন্দা।

মঙ্গলবার তিনি একটি ভিডিয়ো শেয়ার করে দেখালেন তাদের বাড়ির অবস্থা। বাড়ির নীচে এক কোমর জল দাঁড়িয়ে। বাইক থেকে গাড়ি সবই প্রায় জলের তলায়। তাদের বাড়ির সাম্নেই পুজোর প্যান্ডেল, তার অবস্থাও বেশ খারাপ। প্যান্ডেল তৈরির অর্ধেক বাঁশ জলে ভাসছে।

এদিন শ্রীনন্দাকে বলতে শোনা যায়, ‘বাড়িতে কারেন্ট নেই। বিশ্বাস করতে পারছি না। আমরা বাঙ্গালুরুতে যাব, তাই সব জামা কাপড় গোছানো ছিল। কিন্তু সব স্যুটকেস সরিয়ে নিতে বাধ্য হয়েছি।’ এরপর ডান্স স্টুডিয়োর ছবি দেখান। জল থইথই করছে তাদের ডান্স স্টুডিয়ো। শ্রীনন্দা জানান, ‘এটা আমাদের ডান্স স্টুডিয়ো। জল জমে আছে। জানি না জল কখন নামবে।’

শ্রীনন্দা শঙ্কর

এরপর শ্রীনন্দাকে অনুরাগীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আপনারা সকলে সুস্থ আছেন তো? দয়া করে সাবধানে থাকুন। গাড়িগুলো সব জলে ঢুবে। বাইক্টা তো দেখাই যাচ্ছে না। আমাদের বাড়ির সামনে এই অবস্থা। কলকাতার জন্য প্রার্থনা করুন। ছেলেবেলা থেকে কখনও এরকম অবস্থা দেখিনি।’