সত্যি কি বন্ধ হচ্ছে ‘নিম ফুলের মধু’? মুখ খুললেন ‘জেঠি-শাশুড়ি’ তনুশ্রী গোস্বামী

তনুশ্রী গোস্বামী

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে জি-বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক নিম ফুলের মধু। একসময় বাংলার টপার ধারাবাহিক ছিল। শুরু থেকেই এই ধারাবাহিক নিয়ে পর্দায় ব্যাপক চর্চা হত। তবে সময় পরিবর্তন হতেই ধারাবাহিকের টিআরপি কমে যায়।

অবশেষে দেড় বছরের বেশি সময় ধরে চলা এই জনপ্রিয় মেগা বন্ধ হতে চলেছে। এমনটাই টেলি পাড়ার কানাঘুষো। যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে চ্যানেল। পল্লবী আর রুবেলেও এই নিয়ে মুখ খোলেননি।

তাহলে কি সত্যি বন্ধ হয়ে যাবে নিম ফুলের মধু? অবশেষে এই নিয়ে মুখ খুললেন পর্ণার জ্যেঠশাশুড়ি ললিতা ওরফে তনুশ্রী গোস্বামী। নিজের ইনস্টাগ্রামে সরস্বতী পুজোর ছবি শেয়ার করতেই এক নেটিজেন অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, ‘সবাই বলছে নিম ফুলের মধু শেষ হয়ে যাবে। এটা কি সত্যি?’ ভক্তের প্রশ্নের উত্তরে সাড়া দিয়ে তনুশ্রী বলেন, শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা কবে আমরাও জানি না’।

আরেক জন কমেন্ট করে লেখেন, ‘রুবেলের নতুন কাজের জন্য কি নিম ফুলের মধু শেষ হচ্ছে?’ এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী লেখেন,  ‘এখনো কোনো কিছু ফাইনাল জানি না’। অভিনেত্রীর সরাসরি না বলেও তার কোথায় ইঙ্গিত মিলছে সত্যিই হয়তো নিম ফুলের সময় ফুরিয়ে এসেছে।