দেড় বছর পর ফের দেবী চরিত্রে! নতুন ধারাবাহিকে ফিরছেন তনুশ্রী ভট্টাচার্য

 তনুশ্রী ভট্টাচার্য

করুণাময়ী রানী রাসমণি তে ‘মা ভবতারিণী’র চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। এরপর জি-বাংলার ‘গৌরী এলো’ ধারাবাহিকে মা ঘোমটা কালীর রূপে ছোটপর্দায় কামব্যাক করেন তনুশ্রী। এরপর আর সেভাবে ছোটপর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর। অভিনেত্রীর আরও একটি পরিচয় হল শ্বেতা ভট্টাচার্যের দিদি হন তনুশ্রী ভট্টাচার্য।

মাঝে কেটে গেছে প্রায় দেড় বছর। দীর্ঘ বিরতি কাটিয়ে ফের ছোটপর্দায় ফেরার সুখবর দিলেন তনুশ্রী। তবে এবারেও সেই দেবী চরিত্রেই ফিরলেন অভিনেত্রী। স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ তে দেবী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তনুশ্রী ভট্টাচার্য কে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, বারবার দেবী চরিত্র করতে কি কখনও একঘেয়েমি মনে হয়েছে তার?

তনুশ্রী ভট্টাচার্য

তনুশ্রীর কথায়, সবাইকে দেবী চরিত্রে মানায় না বলেই তার ডাক পড়ে বারবার। এই ধারাবাহিকে শুধু ভবানী নন, আরও একাধিক দেবীর চরিত্রে অভিনয় করবেন তনুশ্রী। এক এক করে রূপ ধরবেন ঐশ্বরিক সব নারীমূর্তির।

তনুশ্রী আরও বলেন, মাঝেমধ্যে একঘেয়েমি মনে হলেও যখনই এই চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে, তিনি না বলতে পারেন না। কারণ এই চরিত্রের প্রতি এক অদ্ভুত টান অনুভব করেন তিনি।