‘কথা’ শেষ হতেই ফের নতুন চরিত্রে তনুকা চট্টোপাধ্যায়! কোন ধারাবাহিকে দেখা মিলবে অভিনেত্রীর?

 তনুকা চট্টোপাধ্যায়

সদ্যই শেষ হয়েছে ‘কথা’ ধারাবাহিক। আর এই ধারাবাহিকে মিষ্টি ঠাম্মির চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন তনুকা চট্টোপাধ্যায়। টিআরপি ওঠানামার যুগে এখন ধারাবাহিক খুববেশি দিন চলে না যার জেরে অভিনেতা- অভিনেত্রীদেরও নতুন গল্পে নতুন চরিত্রে দেখা মেলে। এবার কথা শেষ হতেই একেবারে অন্যরকম চরিত্রে ধরা দিতে চলেছেন তনুকা।

মিষ্টি ঠাম্মির চরিত্র থেকে একেবারে নেতিবাচক চরিত্রে অভিনেত্রী। যদিও এই প্রথমবার নয়, এর আগে বহুবার ধূসর চরিত্রে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার ‘ও মন দরদিয়া’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন তনুকা।

ধারাবাহিকে রণিতা দাসের ছোটবেলার চরিত্র পুরোপুরি পাল্টে যায় তনুকার চরিত্রের জন্য। ছোটবেলাতেই শিশু পাল্টাপাল্টি করে দেয় সে। গল্পের প্রতিতা চরিত্রই যে নতুন চমক আনতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। সেইসাথে তনুকার চরিত্রটি যোগ হয়ে আরও আকর্ষণঈয় হতে চলেছে মেগার পর্বগুলি।

‘কথা’ ধারাবাহিক শেষ হতেই সেই ধারাবাহিকের স্লটেই শুরু হয়েছে নতুন ধারাবাহিকটি।