বড় চমক! বলিউডে ডেবিউ করছে ‘কে আপন কে পর’ খ্যাত কুহু ওরফে তানিস্কা তিওয়ারি

তানিস্কা তিওয়ারি

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কে আপন কে পর’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিল ছোট শিশুশিল্পী তানিস্কা তিওয়ারি। ধারাবাহিকে বা ও পরমের ছোট মেয়ে ‘কুহু’ চরিত্রে চরিত্রে অভিনয় করেছিল। শিশুশিল্পী হিসাবে অভিনয়ে পা রাখলেও সে এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে।

‘কে আপন কে পর’ ধারাবাহিকের ছাড়াও ফেলনা ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে সাড়া ফেলেছিল। শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’, গোধূলি আলাপ’, ‘হরগৌরী পাইস হোটেল, কমলা ও শ্রীমান’  এর মতো বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছে তানিস্কা।

তবে এবার বাংলার গন্ডি পেরিয়ে বলিউডে পা রাখছে তানিস্কা। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর শেয়ার করে নিয়েছে। একটি হিন্দি সিনেমায় কাজ করতে চলেছে এই খুদে।

শুটিং সেটে একটি ছবি শেয়ার করে তানিস্কা লেখেন, ‘নতুন জার্নি, আমার প্রথম হিন্দি ছবি’। কমেন্ট বক্সে তাকে সুখবর জানিয়ে তার সহ-অভিনেত্রীরা। হিন্দি ছবির নাম ‘তুম ওর ম্যায়’। ছবিতে স্কুল পোশাকে দেখা মিলল তানিস্কার।

 

View this post on Instagram

 

A post shared by TANISKA TIWARI 🐣 (@u_taniska)