‘আজকাল শো করেই টাকা রোজগার করছে, গানের জগত থেকে হারিয়ে যাচ্ছে প্রতিভাবান ছেলে মেয়েরা’, আক্ষেপ বাবুল সুপ্রিয়ের

বাবুল সুপ্রিয়

একসময় একাধিক বাংলা গানের ঝুলি ছিল তার থলতে। শ্রোতারা মুগ্ধ হতেন তার কণ্ঠে। এখানে আমরা গায়ক বাবুল সুপ্রিয়’র কথা বলছি। নতুন নতুন গান ‘শুধু তোমারই জন্য’ নিয়ে এসেছেন চলতি মাসে।

তবে আজকাল বাংলা গান যেন হারিয়ে যাচ্ছে। হাতেগোনা কয়েকটি গান জনপ্রিয়তা পায়। নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পীদের দিকেই ঝুঁকছেন অধিকাংশ শ্রোতারা। তাহলে কি গানের দুনিয়ায় প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে?

এই প্রসঙ্গে এবিপি লাইভের কাছে কিছু কথা শেয়ার করলেন গায়ক। বাবুল সুপ্রিয় জানান, ‘নতুন প্রজন্মের সঙ্গীতশিল্পীরা সবাই সিনেমার গানের দিকে ঝুঁকছে। সবাই যদি প্লে-ব্যাকই করে, তাহলে এই স্বতন্ত্র গানগুলোর কী হবে? নচিদা বা অঞ্জনদার যে গান গুলি এত বিখ্যাত, সেগুলোর কোনোটা তো ছবির গান নয়। এখন সব ট্যালেন্ট হান্ট শো থেকে এত প্রতিভাবান ছেলে মেয়েরা উঠে আসছে। মানুষ তাঁদের গান মুগ্ধ হয়ে শুনছে.. কিন্তু তারপরে তারা হারিয়ে যাচ্ছে। হয়তো শো করছে, কিন্তু তার বাইরে গানের জগতে তাঁদের আর পাওয়া যাচ্ছে না।’

সূত্রঃ https://bengali . abplive . com/entertainment/babul-supriyo-shares-his-new-song-back-story-sudhu-tomari-jonno-entertainment-news-tollywood-1120852