বাংলা বিনোদন জগতের একজন অতি পরিচিত অভিনেতা সৈয়দ আরেফিন। বাংলা সিরিয়ালের দৌলতে তাকে প্রায় সকলেই চেনেন। প্রথমবার ইরাবতী চুপকথা ধারাবাহিকের হাত ধরে দর্শকমহলে পরিচিতি পেয়েছিলেন।
এরপর খেলাঘর ধারাবাহিকে শান্টু চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়াও যোগমায়া, তুঁতে’র মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন। তবে সেই ধারাবাহিক খুব বেশিদিন পর্দায় টিকে থাকতে পারেনি।
তবে শোনা যাচ্ছে সান বাংলায় সুরিন্দর ফিল্মস’র প্রযোজনায় আসছে নতুন একটি ধারাবাহিক। আর এই ধারাবাহিকের হাত ধরেই পর্দায় ফিরছেন অভিনেতা সৈয়দ আরেফিন। সূত্রের খবর অনুযায়ী, দুই বোনের গল্প নিয়ে আসছে এই নতুন মেগা। আর এই ধারাবাহিকেই নায়কের চরিত্রে অভিনয় করবেন সৈয়দ আরোফিন।