‘বহু মানুষের রুজি-রোজগার জড়িয়ে, এভাবে পেটে লাথি মারা উচিত নয়’, ধারাবাহিকের শুটিং বন্ধে মন খারাপ শ্বেতার

শ্বেতা

ফের টেলি পাড়ায় বন্ধ একাধিক ধারাবাহিকের শুটিং। ফেডারেশনের নিশানায় পরিচালক শ্রীজিৎ রায়। তিনি নাকি ফেডারেশনের বিরোধী কথাবার্তা বলেছেন। তাই তাকে সহযোগিতা করছেন না টিমের কেউ। তাই পরিচালক শ্রীজিৎ রায় একাধিক ধারাবাহিকের শুটিং বন্ধ।

পরিচালক শ্রীজিৎ রায়ের একটি নতুন ধারাবাহিকের শুটিং চলছিল সেটাও বন্ধ। এমনকি তালিকায় রয়েছে নিম ফুলের মধু এবং পরিণীতার মতো জনপ্রিয় ধারাবাহিক। শুটিং বন্ধে এবার মন খারাপ কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্যের।

এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর আমরা প্রতেকে কিছুদিন ছুটি নিই পরের কাজ শুরু করার আগে কিন্তু এভাবে আমরা ছুটি চাই না। এটা অপ্রত্যাশিত।’

শ্বেতার কথায়, ‘অভিনয় করেই আমাদের সংসার চলে। বহু মানুষের রুজি-রোজগার জড়িয়ে রয়েছে। এভাবে তাদের পেটে লাঠি মারা উচিত নয়। এটা কোনও সমাধান হতে পারে না।’