দেবের ‘প্রজাপতি ২’ থেকে বাদ পড়লেন শ্বেতা?

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য

দেবের ‘খাদান’ বক্স অফিসে বিরাট সাফল্য অর্জনের পর আবার কানাঘুষো শোনা যাচ্ছে ২০২৫-এর জন্য আবার তৈরি দেব। পরবর্তী প্রোজেক্ট ‘প্রজাপতি ২’।

প্রজাপতি ছবিতে দেবের সাথে জুটি বেঁধেছিল বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ভালোই সাড়া ফেলেছিল এই ছবি। তবে প্রজাপতি ২-তে কি শ্বেতা থাকবে কিনা তা বোঝা যাচ্ছে না। কারণ ইতিমধ্যে বাংলাদেশের এক অভিনেত্রীর নাম উঠে আসছে চর্চায়।

প্রজাপতি ছবিটির সিক্যুয়েলের শুটিং শুরু হচ্ছে মার্চ মাসে। শুটিং হবে লন্ডনে।  মিঠুন চক্রবর্তী ই থাকছেন দেবের বাবা হিসেবে। অন্যদিকে বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনকে দেখা যাবে এই ছবিতে।

তবে দেবের নায়িকা কে? সেই নিয়ে বড় কৌতূহল জেগেছে অনুরাগীদের মধ্যে। শ্বেতা ভট্টাচার্য কি থাকবেন না বাদ পড়বেন সেটাই এখন প্রশ্নের বিষয়।