‘স্বয়ম্ভু হিরো না জিরো! শুধু ডায়লগবাজি, কোনও কর্মের না’, ‘জগদ্ধাত্রীর নায়ককে নিয়ে তীব্র কটাক্ষ নেটিজেনদের

জগদ্ধাত্রী

জি-বাংলার (Zee Bangla)-র এক নম্বর ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিক বর্তমানে বাংলার টপার। এই ধারাবাহিকের গল্প নিয়ে বরাবরই আগ্রহ দেখিয়েছেন দর্শকেরা। কারণ এই ধারাবাহিকের গল্প ডিটেকটিভ ধরণের। এই ধরণের গল্প আগেও দেখতে ভালোবাসতেন মানুষ। উদাহরণ – ‘গোয়েন্দা গিন্নি’, জয় কালীকলকাতাওয়ালি’।

ধারাবাহিকে জ্যাস ওরফে জগদ্ধাত্রীকে ভীষণ পছন্দ মানুষের। তবে ধারাবাহিকের গল্প ভালো হলেও ধারাবাহিকের নায়ককে ঘিরে একাধিক অভিযোগ রয়েছে দর্শকমহলে। নায়ককে সঠিকমতো কাজেই লাগাচ্ছে না নির্মাতারা, এমনটাই দাবি সকলের।

দর্শকদের ধারণা অনুযায়ী, গল্পে অর্ধেক সময় নায়ক স্বয়ম্ভুকে দেখা যায়না। তাকে যেইটুকু পার্ট দেখানো হয় তা গুরুত্বহীন। এমন একটি সিরিয়াল যেখানে বাড়ির কেউ হিরোকে গুরুত্ব দেয় না।

একজন পুলিশ অফিসার হয়েও কোনও কেস সমাধান করতে দেখা যায় না। না আছে কোনও অ্যাকশন, না আছে কোনও বৈচিত্র্য। ধারাবাহিক হিরোর চেয়ে সাইড চরিত্রে কৌশিকী অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন লিখেছেন, ‘জগদ্ধাত্রী ধারাবাহিকে স্বয়ম্ভু হিরো না জিরো?”