জগদ্ধাত্রীকে উদ্ধার করতে মুখোমুখি স্বয়ম্ভু আর দুর্গা, জগদ্ধাত্রী ধারাবাহিকে নতুন মোড়

জগদ্ধাত্রী

পুরনো ধারাবাহিক হলেও জগদ্ধাত্রী ধারাবাহিকের জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি বরং দিনে দিনে টিআরপি বাড়ছে। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে এই মেগা।

আজকাল মাত্র তিন থেকে ছয় মাসে যেখানে মেগা ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে জগদ্ধাত্রী একের পর এক কামাল করছে TRP-তে। সদ্য মুক্তি পেয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। প্রোমো দেখে দর্শক বলছে পুরো আগুন।

জগদ্ধাত্রীর নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, জগদ্ধাত্রীকে কিডন্যাপ করে একটি ডেরায় নিয়ে আসে গুন্ডারা। মাকে বাঁচাতে গুন্ডাদের একের পর এক মেরে মাটিতে ফেলে দেয় দুর্গা। এরপরেই ফোর্স নিয়ে সেখানে হাজির হয় স্বয়ম্ভু। জগদ্ধাত্রীকে উদ্ধার করতে এসেছে মুখোমুখি বাবা-মেয়ে। কি হতে চলেছে এবার? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।