মাত্র ১৮ বছর বয়সেই প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সাগর সেনের সন্তান প্রমিত সেনকে বিয়ে করেন অভিনেত্রী স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে বিবাহিত জীবন খুব একটা সুখের হয়নি তার। ২০০০ সালে মেয়ে অন্বেষার জন্মের পর থেকেই আলাদা থাকেন অভিনেত্রী। মেয়েকে একা হাতে মানুষ করার চ্যালেঞ্জ নিয়েছিলেন স্বস্তিকা।
এই মুহূর্তে মুম্বইয়ের নামী কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি করেন স্বস্তিকা কন্যা অন্বেষা। আপাতত ব্রিটিশ যুক্তরাজ্যে থেকেই পিএইচডি করার ইচ্ছে রয়েছে অন্বেষার। সম্প্রতি ২৫ বছরে পা রাখল স্বস্তিকা কন্যা। মেয়ের জন্মদিনেই ফেসবুকের পাতায় ভালোবাসা উজার করে দিলেন স্বস্তিকা।
স্বস্তিকা তার পোস্টে লেখেন, “পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। অন্বেষা আমার রোদ, আমার হৃদস্পন্দন, আমার ভালোবাসা, আমার সেরা ভ্রমণ সঙ্গী, আমার খেতে যাওয়ারও সঙ্গী। তুমি ১০৩ বছর বেঁচে থাকো। আমকা ঠিক একদিন একসঙ্গে নর্দান লাইটস দেখতে যাব।”
স্বস্তিকা আরও লেখেন, “আমার রামধনু, তুমি গোটা বিশ্ব ঘুরে দেখো। যা যা স্বপ্ন দেখেছ, সব পূরণ করো। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। মায়ের কাছে একমাত্র হৃদয় ভরা ভালোবাসাই আছে তোমাকে দেওয়ার জন্য। আরেকটা জিনিস হল, আজ ও আগামীতে, সবসময় মা তোমার ‘বোচকা’ এভাবেই বহন করবে। তোমার জন্য ফেয়ারি ডাস্ট আর শাইনিং স্টারস পাঠালাম।”