টলিউডের চর্চিত অভিনেত্রীদের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় অন্যতম। তারকা তালিকায় নিজের নাম লেখালেও মা হিসাবে নিজেকে আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেত্রী। সম্প্রতি লন্ডনের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিতে উত্তীর্ণ হল স্বস্তিকা কন্যা, অন্বেষা সেন।
ছোট থেকেই বাবা- মা উভয়ের দায়িত্ব পালন করেছেন স্বস্তিকা। প্রমিত সেনের সঙ্গে বিয়ে না টেকায় মেয়েকে একা হাতে সামলেই কেরিয়ার গরেছেন নিজের। মেয়ের সঙ্গে মায়ের সম্পর্ক এখন পুরো বন্ধুর মত।
ক্লাস টুয়েলভ পর্যন্ত কলকাতাতেই পড়াশোনা অন্বেষার। একটা সময় সিঙ্গল মাদারের মেয়ে হওয়ায় কলকাতার নামী স্কুল গুলো ভর্তি নিতে চায়নি অন্বেষাকে। তাই বলে লড়াই থামেনি মা-মেয়ের। এরপর মুম্বইয়ের নামী কলেজ থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি পান, তারপর স্কলারশিপ পেয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে যোগ দেন অন্বেষা।
জানা যাচ্ছে, আপতত ব্রিটিশ যুক্তরাজ্যেই এক বছর চাকরি করবেন অন্বেষা। তারপর পিএইচডির পড়াশোনা শুরু করবেন। আপাতত দেশে ফেরার কোনও প্ল্যান নেই স্বস্তিকা কন্যার।
মেয়ের এই বিশেষ দিনে মেয়ের পাশেই ছিলেন স্বস্তিকা। এমনকি বেগুনি রঙা টপের সঙ্গে সোনালি পারের লাল শাড়িতে ডিগ্রি হাতে ছবি উঠে এসেছে স্বস্তিকার ইনস্টাগ্রাম স্টোরিতেও।
অভিনয়ের প্রতি বরাবরই কন ঝোঁক নেই অন্বেষার একথা সে আগেই জানিয়েছে। আর মেয়েকে নিজের মতো করে কেরিয়ার গড়ার স্বাধীনতাও দিয়েছেন স্বস্তিকা।