এবার পর্দায় জুটি বেঁধে ফিরছেন স্বস্তিকা-রাজদীপ

স্বস্তিকা-রাজদীপ

এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং অভিনেতা রাজদীপ গুপ্ত। হ্যাঁ, সিরিয়াল অর্থাৎ টেলি সিরিজে দেখা যেতে চলেছে তাদের।

‘টিভি প্লাস’ ‘হইচই’ প্ল্যাটফর্মে আনতে চলেছে ধারাবাহিকও। যাকে এককথায় টেলি সিরিজ বলা হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে এক একটি পর্ব সম্প্রচার হবে। আর এই সাপ্তাহিক টেলি সিরিজেই দেখা মিলবে অভিনেত্রী স্বস্তিকা দত্ত এবং রাজদীপকে।

সাপ্তাহিক টেলি সিরিজের নাম ‘আতঙ্ক’। এক বিবাহিত নারীর জীবনের গল্প ফুটে উঠবে এই সিরিজে। রাজদীপের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে স্বস্তিকাকে এবং অত্যাচারী স্বামীর ভূমিকায় দেখা যাবে রাজদীপকে। এবার দেখার বিষয় রাজদীপ আর স্বস্তিকার জুটি কতটা সাফল্য পায়।