বেশ কয়েকমাস ধরেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। কিছুদিন আগে অরিত্র মুখোপাধ্যায়ের ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমার শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি অসুস্থতাকে পিছনে ফেলে ফের নতুন উদ্যমে ফিরতে চলেছেন স্বস্তিকা। তার আভাস পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার করা পোস্ট থেকে। সম্প্রতি নিজের ফেসবুক ওয়ালে একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে লেখা, খুঁজেছি তোকে রাত বেরাতে। যদিও এই সিরিজে স্বস্তিকা কোন ভূমিকায় অভিনয় করছেন বা তাঁর চরিত্র নিয়ে আপাতত কিছুই জানাননি এই পোষ্টের মাধ্যমে।
ক্যাপশনে স্বস্তিকা লেখেন, ‘এরপর অনেক ভালোবাসা এবং রং নিয়ে খুজেছি তোকে রাত বেরাতে। চলো শুরু করা যাক।’ ছবিতে স্ক্রিপ্টের উপর দেখা যাচ্ছে একগুচ্ছ ওষুধ। ছবি থেকে স্পষ্ট, শারীরিক অসুস্থতা সত্ত্বেও নতুন কাজ শুরু করতে চলেছেন স্বস্তিকা।
স্বস্তিকার আসন্ন সিরিজটি ওটিটি প্লাটফর্ম আড্ডা টাইমসে দেখা যাবে। সুরেন্দর ফিল্মসের প্রযোজনায় তৈরি হবে এই নতুন সিরিজ। যার পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিমুন্য মুখোপাধ্যায়।